Header Ads Widget

Responsive Advertisement

দুই হালি ডিম ব্যবহার করার পরও কিছুই টের পাচ্ছেন না নাদিয়া।

দুই হালি ডিম ব্যবহার করার পরও কিছুই টের পাচ্ছেন না নাদিয়া


নাদিয়াকে রিমান্ডে নিয়ে বিপাকে পুলিশ — সূত্রে জানা যায়, তদন্তকারীরা চেষ্টা করে সামনে পিঠে উভয়দিকে ‘ডিম থেরাপি’ দিয়ে নাদিয়ে থেকে তার এই অবৈধ রাস্তায় কে কে তার সাথে জড়িত এসব খবর বের করার চেষ্টা করে । 


কিন্তু ফলাফল দেখে তদন্ত কর্মকর্তারা মাথায় হাত!

অবিশ্বাস্যভাবে শান্ত মুখে নাদিয়া হেসে বললেন,

“এইটাতে কিছু হবে না ভাই, আমি তো এখনো কিছুই টের পাচ্ছি না… চাইলে এন সি পি কে বলে বেগুন আনেন, বা একটু বড় প্রজেক্ট নিন!

এই বক্তব্যে থানার পরিবেশে হালকা ভূমিকম্প দেখা যায়।

একজন সিনিয়র কর্মকর্তা মহিলাকর্মীর কাছ থেকে শুনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে ফোনে বলেন,

“স্যার, কী করা যায়?”

সেখান থেকে উত্তর আসে,

“তোমরা নতুনরা বুঝো না, এগুলা এক্সপেরিয়েন্সড কেস — এই সমুদ্রে নৌকা চালাতে গেলে ডিম নয়, সাবমেরিন লাগে।”

Post a Comment

0 Comments